১। পদ্মের ঝিল
শত বছরের কাল পরিক্রমায় সুবিল ইউনিয়নস্থিত জহরেরকান্দি গ্রামে উত্তর দিকে মুশুরিয়া হতে কাফুলাবাড়ী সড়ক পূর্ব পয়সারহাট সড়ক হতে পিড়ারবাড়ীর সড়ক এর মধ্যবর্তী
স্থানে সুবিশাল এক পদ্মবিলের ঝিল অবস্থিত।
যাতায়াতঃ বাস গাড়ী, হাইএস, প্রাইভেটকার, মটরসাইকেল, ভ্যান, সাইকেল ইত্যাদি...... বিঃ দ্রঃ- এখানে সকল প্রকার যান চলাচল করে।
ভাড়াঃ বরিশাল থেকে আসার জন্য জন্য পয়সার হাট অটো স্টান্ড হতে ৩৫ টাকা, মাদারীপুর থেকে আসার জন্য পিড়ারবাড়ী অটো স্টান্ড হতে ১০ টাকা, কোটালীপাড়া থেকে আসার জন্য জন্য কোটালীপাড়া মাহিন্দ্রা স্টান্ড হতে পিড়ারবাড়ী ৫০ টাকা এর পর পিড়ারবাড়ী অটো স্টান্ড হতে ১০ টাকা এবং রাজৈর বাস স্টান্ড থেকে আসার জন্য জন্য রাধাগঞ্জ ৭০ টাকা এরপর অটো হয়ে ৩০ টাকা পিড়ারবাড়ী অটো স্টান্ড হতে ১০ টাকা।(জনপ্রতি)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস